× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

২৫ মে ২০২৩, ০৯:৫৯ এএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

ধর্ম বিষয়ক মস্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নিমার্ণ কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক। 

এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মডেল মসজিদ উদ্বোধন ঘোষণা করেন অনেক আগেই। এই উপজেলায় জমি নিয়ে বিরোধ থাকায় বিলম্বে আজ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। তিনি ঠিকাদরকে দ্রুত কাজ শেষ ও কাজের গুনগত মান রক্ষা করার জন্যে নির্দেশ প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব আমিরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলমসহ এলাকার মুসল্লিগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.