× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

২৪ মে ২০২৩, ০৮:১৩ এএম

শেরপুরে ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তরদিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসাথে লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.