× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক ‘এপিবিএন কর্মকর্তা’ আটক

কক্সবাজার প্রতিনিধি

২০ মে ২০২৩, ০৪:৩১ এএম

কক্সবাজার শহরে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের এক কর্মকর্তা’ স্ত্রীসহ আটক হয়েছেন। এ সময় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রীণলাইন কাউন্টার থেকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করেন। 

গ্রেফতার উপ-পরিদর্শকের নাম রেজাউল করিম।সে সিরাজগঞ্জের সমেশপুরের মৃত আলতাফ হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম মলিনা পাশা।

টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের নির্দেশে কলাতলী ডলফিন মোড়ের গ্রীণলাইন কাউন্টার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছেন বলে জানান। 

এ বিষয়ে জানতে শনিবার রাতে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে, রিসিভ না করাই বক্তব্য পাওয়া যায়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.