কক্সবাজারের মহেশখালীতে বিধবা মহিলার রোপিত ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নে উত্তর মেহেরিয়া পাড়া গ্রামের বিধবা জাহিদা বেগমের জমির ধান কেটে দেন তারা।
ধান কাটা কর্মসূচিতে নেতৃত্বে দেন যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু। এতে অংশ নেন উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু এক প্রতিক্রিয়ায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে ও কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর ভাই ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ভাইয়ের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে আমাদের এই ধান কাটা কার্যক্রম।