পটুয়াখালী জেলার দুমকী থানাধীন লেবুখালী হতে ঢাকা-বরিশাল লঞ্চ রূটের মলম পার্টি চক্রের মূল হোতা মলম চান্দুকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে দুমকি উপজেলার লেখুবালির টোল প্লাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮,সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, গ্রেফতারকৃত মো. চান্দু মিয়া জোমাদ্দার ওরফে চান্দু (৫০) এর বিরুদ্ধে ঢাকা এবং নারায়নগঞ্জে কয়েকটি মামলা রয়েছে। তিনিসহ তার পুরো চক্রের সদস্যদের টার্গেট ছিলো ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বরিশাল এ অঞ্চলের হাট-বাজার, বাসে, বিশেষ করে লঞ্চে বিভিন্ন কায়দায় মলম ব্যবহার করে ভিক্টিমদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া।
র্যাব-১১,নারায়ণগঞ্জ ও র্যাব-৮,পটুয়াখালীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন পরে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (ডিএমপির হাজারীবাগ থানার মামলা নম্বর -১৭, তারিখ,-০৯-০৭-২২,জি আর নম্বর -৩৩২,ধারা - ৩২৮/৩৭৯ পেনাল কোড) মূলে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।