× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘শেখ হাসিনা বেঁচে থাকতে কেউ বিনা চিকিৎসায় মরবে না’

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ এএম

মতলব উত্তরে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে নেতা-কর্মীদের মাঝে ১৯ লাখ টাকার চিকিৎসার চেক  ও গৃহহীনদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকালে নাউরি আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর- ২ (মতলব উত্তর-দক্ষিণ) এর এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং চেক ও ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বত্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। যেকোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকেও শেখ হাসিনার সরকার মোকাবেলা করতে সক্ষম হয়েছে৷

এমপি রুহুল আরো বলেন, বাংলাদেশে কেউ গৃহহীন-ভূমিহীন থাকবে না৷ শেখ হাসিনা সরকারের লক্ষ্য হচ্ছে এ দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না৷ দরকার হলে জমি কিনে তাদের আমরা ঘর করে দেব, এজন্য আমরা ফান্ডও করেছি। সেটা আমাদের একেকটা মানুষের জীবনকে পাল্টে দেবে। পাশাপাশি আমাদের দেশেও দারিদ্র্য বিমোচন হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও জোলা পরিষদের সদস্য মো. আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বত্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, সাবেক ছাত্রনেতা আ. রব প্রধান, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম তাজুল ইসলামসহ অনেকে ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চিকিৎসার চেক, ঢেউটিন গ্রহণকারী ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.