× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোবিন্দগঞ্জে মুজিববষের্র জমি ও ঘর চেয়ে ভূমিহীনের তালিকা হস্তান্তর

গাইবান্ধা ভ্রাম্যমাণ প্রতিনিধি

১৯ মার্চ ২০২৩, ০৮:৩৪ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুজিববর্ষের খাসজমি ও বাড়ি চেয়ে ১টি পৌরসভাসহ ১৭টি ইউনিয়নের প্রায় ১৬শ ভূমিহীনের নামের তালিকা ১৯ মার্চ (রবিবার) বিকেলে জেলা প্রশাসক অলিউর রহমানের কাছে তার কার্যালয়ে হস্তান্তর করেছেন উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড প্রণব চৌধুরী খোকন, উপজেলা ওয়ার্কার্স পাটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লূৎফর রহমান, উপজেলা ওয়ার্কার্স পাটির সদস্য কমরেড আবুল কাসেম ও জহুরুল ইসলাম প্রমূখ।

উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা জানান, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ভূমিহীন মুক্ত ঘোষনার প্রতিবাদে গত ৬ মার্চ উপজেলা শহিদ মিনার চত্ত্বরে ভূমিহীন ও গৃহহীনদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সমাবেশের পর গত ১০ মার্চ বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান মুঠোফোনে তার কাছে প্রকৃত ভূমিহীনের একটি তালিকা দ্রুত চেয়ে ছিলেন। তারি ধারাবাহিকতায় ভূমিহীনের একটি তালিকা তৈয়ার করে হস্তান্তর করা হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.