রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের উপজেলা ও ইউনিয়নের সারথীরা প্রদীপ প্রজ্জলন এবং কেক কাটার মাধ্যমে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত ১৮ মার্চ (শনিবার) রাত ৮ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে শুভ উদ্ভোধন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পরপর জাগো হিন্দু পরিষদের সারথীদের সকলকে নিয়ে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশগ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ রাজস্থলী উপজেলার আহবায়ক সুজিত কর (টিপু),জাগো হিন্দু পরিষদ বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জগদীশ দেবনাথ পূজন,ইউপি সদস্য শিমুল দাশ,জাগো হিন্দু পরিষদের বাঙ্গালহালিয়া ইউনিয়নের সভাপতি সজল কান্তি দে,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,
নয়ন চৌধুরী, উজ্জল দে, ছোটন দে, অজয় কর্মকারসহ জাগো হিন্দু পরিষদের সারথীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বক্তব্য বলেন জাগো হিন্দু পরিষদ একটি অ-রাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি দেশ এবং দেশের বাহিরে জাতিসত্তার অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করছে। তাই উত্তর সংগঠনকে সফলতা কামনা করেন।