× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭নং মোহনপুর ইউপি নির্বাচনে সহিংসতায় আহত পাঁচ, প্রাণহানির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৩, ২১:০১ পিএম

### অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান চেয়ারম্যান প্রার্থীদের

আগামী ১৬ মার্চ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে ঘিরে উত্তেজনা চলছে।

গত শনিবার (১১ মার্চ) রাতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদারের সমর্থিতদের হামলায় অটোরিকশা মার্কার সমর্থিত পাঁচকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নির্বাচনী এলাকার টেক্কারপুল বাজার, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও মোহনপুর লঞ্চঘাটে এসব হামলার ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে কাজী হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং কাজী জাকির ও চর ওয়েসস্টার গ্রামের ইউপি সদস্য শাহাদাত হোসেন বেপারি ঢাকা মেডিকেলেও চিকিৎসা নিয়েছেন। 

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, তিনটি ঘটনায় পৃথক তিনটি মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার সমর্থিত শাহীন খালাসী, আল আমিন ও কাজী শরীফসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। 

এদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই প্রধান জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও অনুষ্ঠানের সকল রকমের আয়োজন সম্পন্ন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরও করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.