× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২২, ০৪:১২ এএম । আপডেটঃ ০১ ডিসেম্বর ২০২২, ০৭:৪০ এএম

‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা করা হয়।

এ দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. ‎শহীদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়, মেডিকেল অফিসার ডা. ওয়ালীউজ্জামান, মেডিকেল অফিসার (টিবি প্রজেক্ট) মুশতারি মমতাজ মিমি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে রাজশাহী  বিভাগে ৫০ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে জয়পুরহাটে একজন রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.