× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে ধর্ষণ অভিযোগে এইচএসসি পরীক্ষার্থী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২২, ০৪:০৫ এএম

বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাকলাইন খান ওরফে মাহমুদুল (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষ হলে শেরপুর সরকারি কলেজ গেট থেকে তাকে আটক করা হয়। পরে ওই রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বুধবার সকালে বিষয়টি শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খোন্দকার নিশ্চিত করেছেন। 

আটক সাকলাইন খান উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে।

অভিযোগে জানা যায়, সাকলাইন খান ওরফে মাহমুদুল সামিট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী গত আগস্ট মাসে খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল স্কুল এ্যান্ড বিএম কলেজের নবম শ্রেণির ছাত্রীর পরিচয় হয়। এরপর তারা উভয়ে উপজেলার রনবীরবালা ঘাটপার এলাকার একটি রেস্টুরেন্টে নাস্তা করে। এক পর্যায়ে সাকলাইন মোবাইলে কথা বলার এক পর্যায়ে ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দিয়ে আসতো। উভয়ের মাঝে প্রেমের সম্পর্কের ফলে গত দুই মাস সাকলাইন কৌশলে ওই ছাত্রীর বাড়িতে যায় এবং আবারও বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে। 

পরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর মা থানায় একটি ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনার প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আব্দুস সালাম ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের গেট থেকে অভিযুক্ত সাকলাইন খান ওরফে মাহমুদুল আটক করে থানা আনেন। তবে ওই সাকলাইন চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। এবং পরীক্ষা শেষে আটক করা হয়েছে বলে পুলিশের ওই এসআই দাবী করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মামলার প্রেক্ষিতে সাকলাইনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভিকটিমের মেডিকেল রিপোর্টের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.