× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪ বছর পরে পুলিশের হাতে গ্রেফতার জোটন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২২, ০৭:১২ এএম

২০০৮ সালে মো. জোটন (৪০) বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় চুরির দায়ে একটি মামলা হয়। এরপর থেকে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকতে শুরু করেন তিনি।

এতে কেটে গেছে প্রায় ১৪ বছর। তবুও নিজেকে আর রক্ষা করতে পারেননি জোটন। এরমধ্যে ওই চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
গোপন সংবাদের ভিত্তিতে জোটন নিজ বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসানসহ তার সঙ্গীয় ফোর্স। গ্রেফতার জোটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।
আরিফ তুষার,লালমোহন (ভোলা) প্রতিনিধি: ২০০৮ সালে মো. জোটনের (৪০) বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় চুরির দায়ে একটি মামলা হয়। এরপর থেকে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকতে শুরু করেন তিনি।
এতে কেটে গেছে প্রায় ১৪ বছর। তবুও নিজেকে আর রক্ষা করতে পারেননি জোটন। এরমধ্যে ওই চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
গোপন সংবাদের ভিত্তিতে জোটন নিজ বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসানসহ তার সঙ্গীয় ফোর্স। গ্রেফতার জোটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.