× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রহনপুর স্টেশন বাজার ৩২ সিসিটিভি ক্যামেরার আওতায়

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৫:২৯ এএম

দোকানের সিদ কেটে চুরি, তালা ভেঙে  চুরি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন বাজার এলাকায়। হেরোইনসেবী আর মাদকখোরদের কাজ ছিল এটি। মাঝে মাঝে দু-একজন ধরা পড়লেও ২/১ জেল খেটে এসে আবার পুরোনো পেশায় লিপ্ত হয়। এ নিয়ে ব্যবসায়ীদের মনে ছিল ক্ষোভ আর হতাশা।

রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি নামে একটি সংগঠন রয়েছে। তিন বছর মেয়াদী এই সংগঠনের  দায়িত্বে ইতিপূর্বে  যারা  ছিলেন তাদের প্রতিও একটা ক্ষোভ ছিল ব্যবসায়ীদের। 

গত দু-বছর আগে দায়িত্ব পাওয়া বর্তমান কমিটি ইতিমধ্যে দু'দফায় চেষ্টা করে রহনপুর স্টেশন বাজার এলাকায় ৩২টি ক্যামেরা স্থাপন করে পুরো বাজারকে সিসিটিভির আওতায়  নিয়ে এসেছে। ফলে চুরি একেবারে কমে এসেছে। যদিও দু-একটি  চুরি হচ্ছে তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে চোর ধরা হচ্ছে। 

সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু জানান, চুরিরোধে এবং আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমরা স্টেশন বাজার এলাকায় সিসি ক্যামেরা বসিয়েছি। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের করণীয়। 

সমিতির  সভাপতি  নাজমুল হুদা খান রুবেল  বলেন, সমিতির  নির্বাচনের আগে দেয়া আমার প্রতিশ্রুতি  অনুযায়ী  আমি আমার সমিতির  সকলকে নিয়ে রহনপুর স্টেশন বাজার এলাকাকে সিসিটিভির আওতায়  এনেছি। আমাদের  এ কাজে বর্তমান  জাতীয়  সংসদ সদস্য  আলহাজ্ব  আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদ  এবং আমাদের  ব্যবসায়ীগণ আর্থিক  সহযোগিতা  করেছেন। প্রায়  ৬ লক্ষ টাকা  ব্যয়ে সিসিটিভি ক্যামেরা  লাগানো হয়েছে। উপজেলা  ও পুলিশ  প্রশাসন আমাদের সহায়তা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.