বাগেরহাটের শরণখোলায় ১০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন (২৬) নামের একজনকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। ১ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের হোটেল আল মদিনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শরণখোলা থানা পুলিশ সূত্র জানায়, রায়েন্দা বাজারের হোটেল আল মদিনার মালিকের ছেলে আলাউদ্দিন ইয়াবা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এ সময় দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় আনা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটক আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।