"দুই সন্তানেই হবে বেশ" সুখি সমৃদ্ধ বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব,প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠন কল্পে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (রবিবার) আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে সকাল ১১টায় পরিবার পরিকল্পনা খাগড়াছড়ির উপ- পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ও রামগড় উপজেলা প.প. কর্মকর্তা লিটু দেওয়ান এর সঞ্চালনায় পরিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আইইএম)পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক শাহানা পারভীন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত প্রমুখ।
এছাড়াও রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পদস্থ কর্মকর্তা কর্মচারী,মাঠকর্মী স্বাস্থ্য কর্মী,পরিবার পরিকল্পনার সেবা গ্রহীতাগন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীতা ও নবদম্পতিদের শ্বান্তনা পুরষ্কার দেওয়া হয়।