× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় কাঁকড়ার কবলে পড়ে দ্বিতীয় মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২২, ০৬:৪১ এএম

কাঁকড়া যানটি এখন গাইবান্ধায় একটি মৃত্যুপুরীর নাম। প্রতিনিয়ত এই যানটির মাধ্যমে ভোগান্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে। চলতি সপ্তাহে গাইবান্ধা জেলায় কাঁকড়ার কবলে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি জেলার সাঘাটা উপজেলার রামনাথের ভিটায় কাঁকড়ার ধাক্কায় ভ্যানের এক মহিলা যাত্রী নিহত হয়।

এছাড়া সোমবার গাইবান্ধা সদর থানার সামনে অবৈধ কাঁকড়ার আঘাতে মুজিবুর রহমান নান্টু (৭০)নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। ওই অবৈধ কাঁকড়া ভোগান্তি কবল থেকে রক্ষা জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের নাগরিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

গাইবান্ধা জেলা নবাগত জেলা প্রশাসক মো: অলিউর রহমান জানান, অবৈধ কাঁকড়ার কবলে যাতে আর কোন মানুষের প্রাণহীন না হয় সেজন্য অবৈধ কাঁকড়া দমনে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.