× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলাচলের রাস্তায় বাঁশের বেড়া

জয়পুরহাট প্রতিনিধি

১০ আগস্ট ২০২২, ০৭:২৪ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামের ইউনুস হোসেন, আব্দুল জলিল প্রামানিক, ফরিদা বেওয়া, আশরাফ আলী হেলু এবং কামাল প্রামানিকের চলাচলের রাস্তায় গত এক মাস থেকে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে গত ৫ জুলাই থেকে ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ রোধ করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের লোকজন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় চলাচলের রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারনের জন্য থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার সালিশ দরবার করেও ওই রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ করতে পারেন নি বলে অভিযোগ উঠেছে। 

 অবরুদ্ধ হয়ে ওই পাঁচ পরিবারের লোকজন দুর্বিষহ্য জীবন যাপন করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, কাশিড়া গ্রামের আশরাফ আলী হেলুর সাথে মোহাম্মদ আলী প্রামানিকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত ৫ জুলাই সকালে মোহাম্মদ ও তাঁর লোকজন নিয়ে আশরাফ আলীর বাড়ির সামনের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলে। এতে বাঁধাদিলে আশরাফ আলীর স্ত্রী তহমিনা বিবি ও তাঁর ছেলে শরিফুল ইসলামকেও মারধর করে মোহাম্মদ আলীর লোকজন।

এরপর বিষয়টি নিয়ে থানা-পুলিশ, ইউএনও এবং চেয়ারম্যান পর্যন্ত গড়ালেও চলাচলের রাস্তা থেকে কেউ বাঁশের সেই বেড়া অপসারণ করতে পারেনি। ভ্যান চালক কামাল প্রমানিক বলেন, আশরাফের সাথে জমি নিয়ে বিরোধ মোহাম্মদ আলীর। আমাদের চার পরিবারের লোকজন আশরাফের বাড়ির সামনে দিয়ে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে চলাচল করে আসছিলাম। হঠাৎ মোহাম্মদ আলী আশরাফ আলীর বাড়ির সামনের ওই জমি তাঁর দাবি করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। সরু রাস্তা দিয়ে

আশরাফের বাড়ির লোকজন বের হতে পারলেও আমরা চার পরিবারের লোকজন গত এক মাস ধরে চলাচল করতে পারছি না। রাস্তা বন্ধ থাকায় ভ্যান বাড়ি থেকে বের করতে পারছি না। রাস্তা উদ্ধারের জন্য ইউএনওর কাছে দুইবার লিখিত অভিযোগ দিয়েছি তাতে কোন লাভ হয়নি। ফরিদা বেওয়া বলেন, আমার স্বামী মারা গেছে অনেক আগে বাড়িতে আমি একাই থাকি। গত একমাস পার হয়ে গেছে চলাচলের রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ করতে পারেনি কেউ। বহুবার চেয়ারম্যান মেম্বারকে বলেছি কোন লাভ হয়নি।

অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী ছেলে আমিনুর রহমান বলেন, আমরা কোন পরিবারের রাস্তা বন্ধ করিনি। আমরা আমাদের জমির উপরে বাঁশের বেড়া দিয়েছি। আমাদের কাগজপত্র সব রয়েছে। তাঁদের অভিযোগ মিথ্যা। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে বসা হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম রাস্তা থেকে বেড়া অপসারন করতে কিন্তু তাঁরা আমার কোন কথা শোনেনি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরসহ থানায় বিষয়টি নিয়ে বসা হয়েছিল। উভয় পক্ষ কোন ভাবেই মানে না।

তখন আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিটা দেখা এসেছি। আসলে জমি বিষয়ে আমাদের কোন কিছু করার নেই। রাস্তার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আরো একবার বসে সমাধান করতে চেয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, রাস্তা বন্ধের বিষয়ে আমার কাছে একটি আবেদন আসছিল। স্থানীয়ভাবে বসে  ‍সুরহা করার জন্য আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একটি অনুলিপি দিয়েছি। চেয়ারম্যান আমাকে এখনও সেটির রির্পোট দেইনি।

তবে মৌখিকভাবে চেয়ারম্যান যেটি আমাকে জানিয়েছে, সেটি হচ্ছে বিবদমান দুটি পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। এই কারনে বিষয়টি সুরহা করতে গেলে মামলার বিষয়টি উঠে আসতেছে। আর ভ্যানচালকের জন্য বিকল্প রাস্তা বের করে দেওয়া হয়েছিল। তিনি সেই রাস্তা দিয়ে চলাচল করতে চাননা। তিনি চান সোজা রাস্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.