× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, যান চলাচালে ধীরগতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ১১:১৪ এএম

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ফলে এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহসড়কের শিমরাইল, কাঁচপুর, মদনপুর, মেঘনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ির চাপ বেশী থাকায় এ যানজট সৃষ্টি। দীর্ঘ যানজটের ফলে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় শিশু,  বৃদ্ধদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সময় দীর্য যানজট এড়াতে অনেক কর্মজীবী মানুষকে পায়ে হেঁটে নিকটবর্তী গন্তব্যে যেতে দেখা গেছে।

বুধবার (৬ জুলাই) দুপুরে সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর থেকে সোনারগাঁওয়ের মোঘরাপাড়া, মেঘনাঘাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এ সময় একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে ঈদের আগেই মানুষ গ্রামের দিকে ছুটছেন। এজন্য আজ দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় তারা পরিবহন মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়েরঅভিযোগও করেন।


দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রী রাফি চৌধুরী বলেন, ‘সাইনবোর্ড পার হবার পর থেকেই ধীরে ধীরে যাচ্ছে গাড়ি। এখন তো পুরো জ্যামেই বলে আছি। গাড়ি চলে তো চলে না। ভেবেছিলাম ঈদের আগে বের হলে যানজট পাবো না কিন্তু হয়েছে তার উল্টো।’

আরেক যাত্রী শাহানা বেগম বলেন, ‘গরমে খুবই খারাপ অবস্থা। ভ্যাপসা গরম, বাতাশ নেই, সেই কখন থেকে গাড়ি নড়ছে না। এক জায়গায় দাড়িয়ে আছে। যানজটে নাকাল হয়ে পরেছি।’

অন্যদিকে যানজট নিয়ন্ত্রণে প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, হোন্ডা পেট্রোলিংসহ নানা পদক্ষেপ নিয়েছেন হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়কে বা সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা ও দোকানও উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ‘ঈদকে সামনে রাখে আমরা সব রকম পদক্ষেপ গ্রহণ করেছি। মানুষ বাড়ি ফিরছে তাই অতিরিক্ত যানবাহনের চাপ আছে। মহাসড়কে পশুবাহী ট্রাকও আসছে কোন সমস্যা নেই। আমরা আমাদের অতিরিক্ত নানা পদক্ষেপ নিয়েছি যানজটরোধে। যানবাহনের অতিরিক্ত চাপে আমাদের কয়েকটি টার্নিংয়ে গাড়িগুলোর কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফলে একটু ধীরগতি। আশা করছি দ্রুত স্বাভাবিক হবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.