× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা সেতু চালুর সুফল : যানবাহনের বাড়তি চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৯:৩৬ এএম

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের কারনে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চিরাচরিত দৃশ্য বদলে গেছে। ঈদের ছটিতে ঘরমুখো মানুষ ও বাড়তি যানবাহনের চাপে লেগে থাকা যানজটে নাকাল সেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানবাহনের বাড়তি চাপ।

যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। চাপ নেই বঙ্গবন্ধু যমুনা সেতুর দুই প্রান্তেও।

মহাসড়কে টহলরত আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত সদস্য ও বাস শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ২৫জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিনাঞ্চলে কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনাসহ বেশ কয়েকটি জেলার যানবাহন তাদের রাস্তা পরিবর্তন করেছে। এসব জেলার যানবাহন গুলো ফেরি পারাপারে দীর্ঘ দূর্ভোগের কারনে আগে নবঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকা যাতায়াত করতো । সেই সব যানবাহন

এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। ফলে এই রোডে চলাচল কারী যানবাহন ও ঈদে ঘরমুখো মানষের বাড়ি ফেরা নির্বিঘ্ন হয়েছে ।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবারের ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত থেকে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে । কোন প্রকার যানজট হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.