× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারাকান্দায় অটোচালকের হত্যারহস্য উদ্ঘাটন

ময়মনসিংহ ব্যুরো

০৬ জুলাই ২০২২, ০৭:১৪ এএম

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেফটিক ট্যাঙ্ক থেকে সামাদ মিয়া(১৫)নামের অটোচালকের মরদেহ উদ্ধারের ৮ ঘন্টা পর হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় পুলিশ দুই সহোদর সহ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বন্ধু অটোচালককে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন দুই সহোদর। আর নিহত সামাদ মিয়া তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং পেশায় অটোচালক।

বুধবার (৬ জুলাই) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার দাদরা এলাকার মোঃ আলাল উদ্দিনের ছেলে মোঃ রবিন (১৯), তার বড় ভাই মোঃ রোহান মিয়া (২৪), ওই উপজেলার হাটপাড়া গ্রামের মোঃ মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পুঙ্গুয়াই গ্রামের মোঃ শাহীনুর ইসলাম (২২)।

ওসি সফিকুল বলেন, গ্রেফতার রবিন মিয়া নিহত অটোরিকশাচালক সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে সামাদ রবিনের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। রবিনের বাড়িতে আসা যাওয়ার সুবাদে তার ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাদের। প্রেমের সম্পর্কের বিষয়টি রবিন ও রোহান জানার পর সামাদকে হত্যার পরিকল্পনা করেন।

ওসি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী ৪ জুলাই সন্ধ্যার দিকে সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে সময় ক্ষেপণ করে রাত সাড়ে ৮টার দিকে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়ে যান দুই ভাই। সামাদকে ঝোপের আড়ালে নিয়ে প্লাস্টিকের রশি ও জাল গলায় পেঁচিয়ে হত্যার পর স্কুলের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখেন তারা। ৫ জুলাই সকালে সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দা শাখার ওসি সফিকুল বলেন, এ ঘটনায় মঙ্গলবার নিহত সামাদের বাবা মোঃ শাহজাহান মিয়া তারাকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করে ডিবি পুলিশ। এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর পক্রিয়া চলছে বলেও জনান তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.