× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হালুয়াঘাটে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে রিক্সাচালকদের মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

০৩ জুলাই ২০২২, ০৮:৫৭ এএম

ময়মনসিংহের হালুয়াঘাটে কথিত দুই ষ্টেশন মাষ্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছে রিক্সাচালকরা। রবিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ধারা মিনা মসজিদের সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার ধারা টু ধুরাইল রোডের অটো শতাধিক রিক্সাচালক সম্মিলিতভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

আয়োজিত মানবন্ধনে চাঁদাবাজি ও হয়রানির প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন, মোসলেম উদ্দিন, নূরুল হক, ফজলুল হক, সাইফুল ইসলাম প্রমূখ।

এ সময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ধারা টু ধুরাইল রোডের সিএনজি ও অটোর কথিত স্টেশন মাষ্টার আবু তাহের ও মাজহারুল রিক্সাচালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা দিতে না চাইলে শারীরিকভাবে লাঞ্চিত সহ রিক্সায় থাকা যাত্রীদের নামিয়ে দেয় এবং তাদের সাথেও খারাপ ব্যবহার করে পাশাপাশি প্রশাসনের হুমকি দেয়। আমরা তাদের এই অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ট। এই জিম্মিদশা ও হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নয়। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.