খোলা
বাজারে বোতলজাত
সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা নির্ধারণ
করা হয়েছে বলে জানিয়েছেন
বাণিজ্য
উপদেষ্টা
শেখ বশির উদ্দিন।
আজ
(১৫ এপ্রিল) ভোজ্যতেলের
আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি
পর্যালোচনা
সংক্রান্ত
এক সভা শেষে সাংবাদিকদের
তিনি এ তথ্য জানান।
এর
আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ
ভেজিটেবল
অয়েল রিফাইনার্স
অ্যান্ড
বনস্পতি
ম্যানুফ্যাকচারার্স
অ্যাসোসিয়েশন
এক বিজ্ঞপ্তিতে
জানায়, ভোজ্যতেল
মিল মালিকরা
প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ
করেছেন ১৮৯ টাকা। পূর্বে এই দাম ছিল ১৭৫ টাকা।
নতুন
দামে পাঁচ লিটারের
বোতলজাত
সয়াবিন তেল এখন ৯২২ টাকায় বিক্রি হবে, যা পূর্বে ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দামও সমন্বয় করা হয়েছে। এখন এই দুই ধরনের খোলা তেলের প্রতি লিটারের
দাম ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।
উল্লেখ্য,
এর আগে সর্বশেষ
গত বছরের ৯ ডিসেম্বর
বোতলজাত
সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
তখন প্রতি লিটার দাম নির্ধারণ
করা হয়েছিল ১৭৫ টাকা।