× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিনিয়োগ সম্মেলনে এসেছে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব- বিডা চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩১ পিএম । আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরি।

আজ (১৩ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সামিটের মূল লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা।

সম্মেলনে আসা বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, যারা এবার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন, তারা বলছেনবাংলাদেশে না এলে এই দেশের বাস্তব চিত্র বোঝা সম্ভব হতো না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঘনবসতিপূর্ণ একটি দক্ষিণ এশীয় দেশ হিসেবে বিবেচনা করা হয়, যা বাস্তব চিত্রের সঙ্গে অনেকাংশেই মেলে না।

বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে বিডা চেয়ারম্যান জানান, অনেক বিনিয়োগকারীই বাস্তব অভিজ্ঞতা না থাকায় ভুল ধারণা নিয়ে আসেন। সম্মেলনের মাধ্যমে সেই ধারণা বদলানোর সুযোগ তৈরি হয়েছে।

সরকারের খরচ বিষয়ে আশিক চৌধুরি জানান, সম্মেলন আয়োজনের জন্য সরকারের খরচ হয়েছে মাত্র এক কোটি টাকা। বাকি খরচ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান বহন করেছে।

তিনি আরও বলেন, এই সম্মেলনের সফলতা কেবল বিনিয়োগের অঙ্ক দিয়ে মাপা যাবে না। বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে ব্যবসায়িক সম্মেলন আয়োজন করে, তেমনভাবেই আমরাও আয়োজন করেছি। এর মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে, এটিই বড় সাফল্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.