× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫' উদ্বোধন করলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-এ অংশ নিয়ে তিনি এই সামিটের উদ্বোধন করেন।

সম্মেলনের তৃতীয় দিনে তিনি স্টারলিংকের স্পেস-ভিত্তিক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করবেন, যা কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট ব্যবস্থার দিকে বাংলাদেশের একটি বড় পদক্ষেপ হবে। প্রযুক্তিবিদরা আশা করছেন, এতে দেশে আন্তর্জাতিক মানের উচ্চগতির ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

এদিনের সেশনে যোগ দিয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা তুলে ধরেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।

চার দিনব্যাপী এই সামিটে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথম দুই দিনে তারা বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, কিছু বিদেশি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কিছু নীতিগত শিথিলতা এবং নতুন জ্বালানি নীতির পরিকল্পনা ঘোষণা করেছে। সম্মেলনের তৃতীয় দিনে, ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরবেন এবং বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.