× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই- অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ১৩:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে, তবে এটি বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে, তা সামলানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই।" তিনি আরও বলেন, শুল্ক আরোপ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হবে।

এছাড়া, তিনি উল্লেখ করেন, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে কম ছিল এবং ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। তিনি জানান, এটি সম্ভব হয়েছে কারণ সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালোর দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.