× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমসটেকের দেশগুলোর সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট

০৩ এপ্রিল ২০২৫, ১৬:১১ পিএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৫, ১৬:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা আজ (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংরিলা হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের প্রাক্কালে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন। 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিমসটেক সদস্যদের অংশীদারিত্বমূলক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি, তিনি বিমসটেক এফটিএ’র কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

এছাড়া, তিনি মিয়ানমারের কাছ থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা শেষে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়, যা শুক্রবারের শীর্ষ সম্মেলনে বিবেচনায় নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.