দেশের প্রবাসী আয় (রেমিট্যান্স) চলতি মার্চ মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর আগে, মার্চের প্রথম ২৪ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৭৫ কোটি ডলার।
এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, গত ২৫-২৬ মার্চে দেশে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন, যা রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি করছে। এ ধারা অব্যাহত থাকলে, চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়াতে পারে।
আরিফ হোসেন খান বলেন, মার্চ মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্স একই হারে অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা এক মাসে প্রবাসী আয় হিসেবে নতুন রেকর্ড হবে।
গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স ছিল ২০০ কোটি ডলারের কম। ফলে, এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) এসেছে, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় ছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।