স্পট এ্যাসেসমেন্ট কার্যক্রম রাজধানীর বংশালে রওশন মহল সেন্টারে কর অঞ্চল- ০২ এর কর কমিশনার ব্যারিষ্টার মোতাসিন বিল্লাহ ফারুকির নির্দেশনায় উদ্বোধন করেন অতিরিক্ত কর কমিশনার মোছাঃ শামিমা পারভীন, এ সময় উপকর কমিশনার সুদ্বিপ কুমার সাহা, কর পরিদর্শক লোকমান আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মান এবং আয়কর নেট সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী কর অঞ্চল- ০২, ঢাকা নিজ অধিক্ষেত্রাধীন ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে করদাতাদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কর সেবা নিশ্চিত কল্পে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৯৫ অধীনে স্পটে কর নির্ধারণ কার্যক্রম পরিচালনা করছে ৷
করদাতাগণ স্পটেই ই-টিআইএন সার্টিফিকেট ইস্যুকরণ, রিটার্ন দাখিলের সুবিধা, প্রাপ্তি স্বীকার পত্র প্রদান, সার্টিফিকেট প্রধান, কর পরিশোধের সুবিধা, আয়কর সংক্রান্ত যাবতীয় পরামর্শ পাবেন ৷
কর অঞ্চল- ০২ এ রিটার্ন দাখিল ও কর প্রদানে সুবিদা সমূহ জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, আমদানি ও রপ্তানী নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল, আমদানির উদ্দেশ্যে ঋনপত্র খোলার ক্ষেত্রে, মোটরযান নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন, সঞ্চয়পত্র ক্রয়, ব্যাংক হতে ঋণ গ্রহণে এই সকল সেবা সমূহের পাশাপাশি আয়কর আইন, ২০২৩ এর ২৬৪(৩) ধারা অনুযায়ী ৪৫টি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমানক (PSR) প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে বলে জানানো হয় ৷