× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভ্যাট, আয়কর ও কাস্টমস বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD-VICM) কোর্সের সমাবর্তন

০৮ মার্চ ২০২৫, ২২:২৩ পিএম

গত ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গর্বিত গ্র্যাজুয়েটগণ প্রথমবারের মতো বাংলাদেশ গেজেটে অন্তর্ভুক্তির স্বীকৃতি লাভ করেন এবং সমাবর্তনে অংশগ্রহণ করে আনন্দ ও গৌরবের অনুভূতি প্রকাশ করেন। কর্পোরেট একাডেমি পরিচালিত ‘পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট, ইনকামট্যাক্স এন্ড কাস্টমস ম্যানেজমেন্ট (PGD-VICM) কোর্সটি ইন্টারন্যাশনাল প্রফেশনাল এগ্রিটেশন কাউন্সিল (IPAC-Singapore) কর্তৃক স্বীকৃতI উক্ত সমাবর্তন অনুষ্ঠানে ১০১ তম ব্যাচ থেকে ১১২ তম ব্যাচের গ্র্যাজুয়েটবৃন্দ অংশগ্রহন করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে প্রথম ভাগে ছিল ইনকাম ট্যাক্স ও ভ্যাটের সাম্প্রতিক পরিবর্তনের উপর দুইটি কি-নোট প্রেজেন্টেশন এবং একটি প্রাণবন্ত প্যানেল ডিসকাশন। কি নোট উপস্থাপনায় ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব জনাব এইচ এম শাহরিয়ার হাসান এবং জনাব মোঃ আহাসান উল্লাহI প্যানেল ডিসকাশন সেশনে কাস্টমস ও ভ্যাট আপিল ট্রাইবুনালের অ্যাক্টিং প্রেসিডেন্ট এম ফখরুল আলম সেশন চেয়্যার হিসেবে উপস্থিত ছিলেন এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব জনাব এইচ এম শাহরিয়ার হাসান ও জনাব তোফায়েল আহমেদI কর্পোরেট একাডেমির চেয়ারম্যান আরিফুর রহমান মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেনI

প্রথম পর্বে চীফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বেলাল হোসাইন চৌধুরী, সদস্য, ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আাইটি, জাতীয় রাজস্ব বোর্ড। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন এবং কৃতিত্বের সহিত উত্তীর্ণ গ্রেজুয়েটদের মাঝে মেডেল বিতরণ করেনI

কর্পোরেট একাডেমি প্রফেশনাল ফোরামের প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলামের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে গ্রাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়I দ্বিতীয় পর্বে চীফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন NBR এর সাবেক সদস্য ড. আব্দুল  মান্নান সিকদারI আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্পোরেট প্রফেশনালগণ উপস্থিত ছিলেনI সমাবর্তনের বিভিন্ন পর্যায়ে বক্তারা দেশের রাজস্ব ব্যবস্থাপনা, কর সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গঠনের ওপর আলোকপাত করেন।

সমাবর্তনে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ও দেশের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও সুসংহত করতে কর্পোরেট একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আমরা কর সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে চাই।”

এ গৌরবময় আয়োজনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটগণ তাদের আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ভবিষ্যতে কর ব্যবস্থাপনায় দক্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবর্তনটি দেশের কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এবং আগামী দিনে আরও দক্ষ পেশাজীবী তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.