× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

ডেস্ক রিপোর্ট

০৩ মার্চ ২০২৫, ১৬:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি) এর দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারে ২৮ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ঘোষণা করেছেন, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল, এবং সেই সময় অটোগ্যাসের দাম ছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.