× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেএমআই হসপিটালের ক্যাটাগরি পরিবর্তন

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৬ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড  বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে  জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ‘এ’ক্যাটাগরিতে লেনদেন করবে।

এছাড়া  জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড  ২০২২ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। গত ৩ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২৩ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২০২৪ সালের সমাপ্ত বছরের  জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের

শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা যা ২০২৩ সালে ছিল ২.৪১ টাকা, ২০২২ সালে ছিল ৩.২৫ টাকা ও ২০২১ সালে ছিল ২.৫০ টাকা।

গত ৪ বছরের জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩৩.৯৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৩২.১২ টাকা, ২০২২ সালে ছিল ৩৮.৮৪ টাকা ও ২০২১ সালে ছিল ৩১.৪৯ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.