× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন

ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৬ জানুয়ারি) আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। করদাতারা আজ বিকেল ৫টা পর্যন্ত জরিমানা ছাড়াই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন দফায় সময় বাড়িয়ে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি নির্ধারণ করেছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, আয়কর রিটার্ন সারা বছর জমা দেওয়া যাবে। অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল বন্ধ হবে না। তবে, নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হবে। জরিমানার হার ধার্যকৃত ট্যাক্সের ওপর প্রতি মাসে শতাংশ, সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত।

আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। তবে, পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।

বছর, এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (-রিটার্ন) চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে করদাতারা নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারছেন।

বর্তমানে দেশে এক কোটি ১৫ লাখের বেশি টিআইএনধারী করদাতা রয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যার মধ্যে মাত্র লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

সাধারণত, কোনো ব্যক্তি-করদাতার আয় বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হলে, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় বছরে চার লাখ টাকার বেশি হলে, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় বছরে পাঁচ লাখ টাকার বেশি হলে এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এছাড়াও, আরও অনেক কারণে ব্যক্তিকে রিটার্ন দাখিল করতে হয়। বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.