মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের ১৫২ টি শাখার প্রধান, ৪৫টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকরা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকরা মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তন সেই সাথে বিশ্বব্যপী চলমান অস্থিরতার মধ্যেও ২০২৪ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে বলে আমি মনে করি। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৫ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি, গ্রাহক সেবার মান বৃদ্ধি করে প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং ও “উদ্ভাবনের মাধ্যমে অনুপ্রেরণামূলক প্রবৃদ্ধি অজর্ন” নিশ্চিত করতে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।