× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশি পেঁয়াজ ৬০, ভারতীয় ৭০ টাকা

ডেস্ক রিপোর্ট

১০ জানুয়ারি ২০২৫, ১৩:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাজার সয়লাব মৌসূমের নতুন দেশি পেঁয়াজে। প্রতিটি দোকানেই মিলছে ছোট, মাঝারি ও বড় সাইজের দেশি পেঁয়াজ। এদিকে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম এখন দেশি পেঁয়াজের থেকে বেশি।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আর ভারতীয় পেঁয়াজের দাম কমে আবার কিছুটা বেড়েছে। এছাড়া পুরাতন দেশি পেঁয়াজ বা ক্রস জাতের পেঁয়াজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।

আজ (১০ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র জানা গেছে।

বাজারের পাইকারি ব্যবসায়ী খালেদ মিয়া জানান, বেশ কিছুদিন হলো বাজারে দেশি পেঁয়াজ এসেছে। তাই দাম এখন অনেকটা কম। মাসখানেক আগেও এই পণ্যের দাম ১০০ টাকার ওপরে ছিল। আজকের বাজার অনুযায়ী পাবনার দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা এবং ভারতীয় বড় পেঁয়াজের দাম ৭০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তার আগের সপ্তাহে দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

পেঁয়াজের দাম কমে আবার বাড়লো কেন, জানতে চাইলে মার্কেটের আরেক পাইকারি ব্যবসায়ী ফারুক  জানান, এবার দেশি পেঁয়াজে ভালো ফলন হয়েছে। তবে হঠাৎ করে দাম কমে যাওয়ায় কৃষকদের উৎপাদনের তুলনায় বিক্রিতে লাভ হচ্ছে না। গত সপ্তাহের দাম কিছুটা বেড়েছে। তবে এটা অন্যান্য সময়ের তুলনায় আহামরি বেশি না।

বাজার করতে আসা ক্রেতা করিম তালুকদার বলেন, পেঁয়াজের দাম একেক সপ্তাহে একেক রকম। কখনো দাম হিসাব করে পেঁয়াজ কেনা হয় না। প্রায় ২৫ দিন আগে পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজি দরে। আজকে এসে দেখি ৬০ টাকা। আসলে বাজারে কবে কি হচ্ছে তা ব্যবসায়ী থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণকারীরাই ভাল বলতে পারবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.