অন্তর্বর্তীকালীন
সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স
এসেছে। আমাদের রপ্তানি প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য
সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই।
আজ (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য
উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর
দাম ৫০ টাকারও কম।
কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে। আরো সহনীয় পর্যায়ে নেমে আসবে। সরকারি পর্যায়ে বছর শেষে কিছু আলু মজুত করব। প্রয়োজন হলে আমদানি করে মজুত করব। গত বছর মূল্য
বেশি হওয়ার কারণে আলুর চাষ ব্যাপক হয়েছে। এবছর স্বাভাবিকভাবে আশা করা আলু ও পেঁয়াজের মূল্য
সহনীয় পর্যায়ে থাকবে। শুধু বাজার মূল্য না, কৃষকদের ব্যবস্থাও চিন্তা করতে হবে। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ের বাজার ব্যবস্থা করা।
অনুষ্ঠানে
টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।