× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেটওয়ার্ক সমস্যায় সাময়িক বন্ধ ডিএসইর লেনদেন

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

ছবিঃ সংগৃহীত।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেটওয়ার্কজনিত সমস্যার কারণে লেনদেন সাময়িকভাবে বন্ধ আছে। ডিএসইর আইটি টিম সমস্যা সমাধানে কাজ করছে।

আজ ( জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে, বিনিয়োগকারীরা সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন করা যাচ্ছে না।

বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে, বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে, শিগগিরই লেনদেন শুরু হবে।

ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি জানান, এটি সফটওয়্যারগত কোনো সমস্যা নয়। সম্ভবত ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.