× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ষষ্ঠবার সবচেয়ে সেরা ব্র্যান্ড বিকাশ

সংবাদ বিজ্ঞপ্তি।

৩০ ডিসেম্বর ২০২৪, ২০:২৬ পিএম

ছবিঃসংগৃহীত।

ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবার সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। আগের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ মনোনীত শীর্ষ ১৫টি ব্র্যান্ডের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠানটি।

পর পর ছয় বছর সম্মানজনক এ স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটেগরিতেও টানা অষ্টমবারের মতো ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।


বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার  ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৬তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে দেশের সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। আরও উপস্থিত ছিলেন বিকাশের  চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ডিজিটাল ডিভাইড দূর করে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিয়ে বিকাশ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিকাশ এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কাছেও বাংলাদেশের সাফল্যের প্রতীক। এটি প্রমাণ করেছে, সঠিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করলে একটি দেশীয় ব্র্যান্ডও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে। বিকাশ তাই শুধু একটি ব্র্যান্ড নয়; এটি বাংলাদেশের উন্নয়ন ও সক্ষমতার গল্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ সবার জীবনের অংশ হয়ে উঠেছে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে গেছে।  সেই অবদানেরই ধারাবাহিক স্বীকৃতি এবারেরও এই অর্জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.