বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্সুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ইন্সুরেন্সের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, বাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৯৩ পয়সা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।