মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৪’ হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপ-পরিচালক রবিন চন্দ্র পাল সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মো. নাসিম আলম। উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে আদিল রায়হান, শামীম আহম্মদ এবং অসীম কুমার সাহা, এসইভিপিবৃন্দ শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঝুঁকি সম্মেলনে সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষ, সকল আঞ্চলিক অফিসের প্রধান, সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখার ইনচার্জগণ সহ সর্বমোট ৪২১ জন কর্মকর্তা হাইব্রিড পদ্ধতিতে যুক্ত ছিলেন।