ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ময়মনসিংহের সূর্যদীপ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এতে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকারসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ এবং ঢাকা (উত্তর) অঞ্চলের ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর, ঢাকা (উত্তর) অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার, উপশাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
এ সময় আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন।
অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া সম্মেলনের আগে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশেষ মতবিনিময় সভায় গ্রাহকদের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।