পুরান ঢাকার নবাবপুরের হাজী ওসমান গনী রোডের মাজেদ সরদার টাওয়ার-১ এ মিডল্যান্ড ব্যাংকের একটি নবাবপুর উপ শাখা এবং নবাবপুর এসএমই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবাবপুর উপ শাখা এবং নবাবপুর এস এম ই সেন্টারের উদ্বোধন করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন সিনিয়ার নির্বাহীরা এবং অত্র এলাকার ব্যবসায়ীরা।
শাখা প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের নবাবপুর উপ শাখা এবং নবাবপুর এস এম ই সেন্টারের বিভিন্ন গ্রাহক ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইনিস্টিটিউশনাল ব্যাংকিং, রিটেল ডিসট্রিবিশন, এস এম ই, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান, নবাবপুর উপ শাখার এরিয়া হেড, ক্লাস্টার হেড এবং উপ শাখার ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যানের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।