বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। স্বাস্থ্যখাতে নিবেদিত ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’ এর অধীনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
১৫ অক্টোবর এই চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিবিডিএন’র প্রিমিয়াম সদস্যপদ অর্জন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদেও যুক্ত হয়েছে।
এই চুক্তির অধীনে বিবিডিএন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং তাঁদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে ব্র্যাক ব্যাংকের সাথে একসাথে কাজ করবে। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন, যা দেশের সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে।
এই যৌথ প্রচেষ্টার আওতায় বিবিডিএন ব্র্যাক ব্যাংকের অফিসগুলোতে অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট পরিচালনার পাশাপাশি ব্যাংকটির কর্মীদের জন্য সেনসিটাইজেশন ওয়ার্কশপেরও আয়োজন করবে। এর ফলে ব্যাংকটির কর্মীরা ডিসঅ্যাবিলিটি ইনক্লুশনের নীতিগুলো অনুধাবন করতে পারবেন এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগও করতে পারবেন।
এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ সাসটেইনেবিলিটি অফিসার সাব্বির হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তর্ভুক্তি শুধুমাত্র একটি দায়িত্বই নয়, বরং একটি উন্নত সমাজ গঠনে অত্যাবশ্যকীয় বটে। বিবিডিএন-এর সাথে আমাদের এই উদ্যোগ প্রতিশ্রুতির চাইতেও বেশি কিছু। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যত্নশীল হওয়া, তাঁদের কথা শোনা এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে তাঁদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করার জন্য সকলেই প্রতি আহ্বান।”
বিবিডিএন’র সিইও মুর্তেজা রাফি খান বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই যৌথ উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের চলমান প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মাইলফলক। একসাথে আমরা প্রতিবন্ধী মানুষদের প্রতিভা বিকাশে কাজ করব এবং তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতির পথ সুগম করব।”
তিনি আরও বলেন, “আমাদের এই পারস্পরিক সহযোগিতা বিজনেস কমিউনিটি যে প্রতিষ্ঠানে বৈচিত্র্যময় কর্মী নিয়োগ দিতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ দিতে প্রস্তুত, সেই বিষয়টির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আমাদের এই যৌথ প্রচেষ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে এবং দেশের সামাজিক এবং অর্থনৈতিক খাতে অবদান রাখবে।”
বিবিডিএন হলো, নিয়োগদাতা এবং নিয়োগপ্রাপ্তদের একটি সদস্যপদভিত্তিক নেটওয়ার্ক, যা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, এনজিও এবং উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশে ডিসঅ্যাবিলিটি ইনক্লুসিভ জনবল তৈরি করতে কাজ করে। এটি একটি অলাভজনক ট্রাস্ট, যা বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা, জিআইজেড এবং ইউকে এফসিডিও’র মতো উন্নয়ন সহযোগীদের সহায়তায় কাজ করে।
এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ উদ্যোগের একটি অংশ, যা ডিসঅ্যাবিলিটি নিয়ে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে সিএসআর নিয়ে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সমস্যা এবং সামাজিক কুসংস্কার দূর করে সকলের জন্য সেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যা পেলে তাঁরা তাঁদের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটিয়ে জীবনে উন্নতি করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh