× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ীদের সাথে এন বি এল কর্মকর্তাদের মতবিনিময়

মালদ্বীপ প্রতিনিধি

১৪ মার্চ ২০২২, ০৮:২৭ এএম

এন বি এল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাঃ লিঃ এর উদ্যোগে রোববার (১৩ মার্চ) রাজধানী মালে’র সিপটন রেষ্টুরেন্টে মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ীদের সাথে এন বি এল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় এন বি এল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাঃ লিঃ এর সিও মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্টদূত মো. সোহেল পারভেজ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ, গ্লোবাল রীচ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ও দ্বিতীয় বার নির্বাচিত সি আই পি আলহাজ্ব মো. সোহেল রানা, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী, শিক্ষা উদ্যোক্তা ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান আহমেদ মোত্তাকি, প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, প্রবাসী ডাক্তার মোক্তার আলী লস্কর।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা মালদ্বীপ প্রবাসীদের রেমিটেন্স পাঠানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং মালদ্বীপের প্রবাসীরা যেন রুপিয়াতে বাংলাাদেশ টাকা পাঠাতে পারে ন্যাশনাল ব্যাংকের কাছে সেই অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, এন বি এল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাঃ লিঃ এর ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিনিয়র কমকর্তা মো. হায়দার আলী সাবু, ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম, মো. বাবুল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. জহিরুল ইসলাম, আলতাফ হোসেন, আলিম দুরানি, প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.