× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যশোরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

০৬ অক্টোবর ২০২৪, ১৩:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

সেবা প্রদানের সকল সূচকে গতিশীলতা আনয়ন ও ইতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থান ব্যাংকের রজতজয়ন্তী  উপলক্ষ্যে গৃহীত ১০০ দিনের (২৩ সেপ্টেম্বর হতে ৩১.১২.২০২৪ পর্যন্ত) বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার জয়তী সোসাইটি, যশোরে ব্যবসায়িক পর্যালোচনা সভা/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মো: শফিকুল ইসলাম মিঞা এবং ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: মোমতাজ উদ্দিন।

ব্যবস্থাপনা পরিচালক এসময়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঋণ আদায় বৃদ্ধি ও খেলাপি ঋণ হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি গ্রাহকসেবার মানোন্নয়নসহ ব্যাংকের কর্মপরিবেশ উন্নয়নের ওপর আলোকপাত করেন। খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মো: নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.