× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দূর্গাপূজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ডেস্ক রিপোর্ট

০৩ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে  দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

আজ ( অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছে। সে অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো আগামী -১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আগামী অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পূজা শেষে ১৫ অক্টোবর সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম ফের সচল হবে।

তবে পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব দেওয়া অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.