× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে বেশ কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ ঘিরে পোশাক কারখানাগুলো  বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে। কিন্তু  শ্রমিকদের বিভিন্ন দাবিতে এখনো ১৬টি পোশাক কারখানা বন্ধ হয়ে আছে। সেখানে শ্রমিকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা বাহিনী টহল অব্যাহত আছে।

আজ (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ- এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, চক্রবর্তী, জামগড়া জিরানি, বাড়ইপাড়া এলাকায় সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে শিল্পাঞ্চল আশুলিয়ায় হাজার ৮৬৩টি পোশাক কারখানার মধ্যে ১৬টি পোশাক কারখানা এখনো বন্ধ আছে।  এরমধ্যে ১৩টি পোশাক কারখানা ১৩ () ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং তিনটি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বাভাবিকভাবেই কাজ চলছে। সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পর্যায়ক্রমে কারখানার মালিকপক্ষ আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান করছে। তবে নতুন করে কারখানায় শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে বলে জানান তিনি।

শিল্প পুলিশ- এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, আজ ১৩টি পোশাক কারখানা ১৩ () ধারায় বন্ধ আছে। এছাড়াও তিনটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজ চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.