× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘সোনাইমুড়ী উপশাখা’ (চৌমুহনী শাখার নিয়ন্ত্রণাধীন) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপশাখাটি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিরা- মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী ও সোনাইমুড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহীন মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক ও স্থানিয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন টুটুল।

কুমিল্লা-নোয়াখালী জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ উদ্দীন আহমেদ ভূইয়া, প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, চৌমুহনী শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মাহবুব জামিল, সোনাইমুড়ী উপশাখার ইনচার্জসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকরা ও ঊর্ধ্বতন নির্বাহীরা সোনাইমুড়ী উপশাখায় উপস্থিত ছিলেন। উপশাখাটি নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাংক রোডের হোল্ডিং-৪০৩/৭৪৭ এর সাহিদা সাত্তার কমপ্লেক্সে অবস্থিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.