মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “অফশোর ব্যাংকিং পলিসি অ্যান্ড অপারেশেনস” শীর্ষক দিনব্যাপি কর্মশালা আয়োজন করেছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের মোট ৪৬ জন কর্মকর্তা অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন।
মতিউল তাঁর উদ্বোধনী বক্তব্যে অফশোর ব্যাংকিং সম্পর্কে সবার দৃষ্টিগোচর ও ব্যবসায় অফশোর ব্যাংকিংয়ের সম্ভাবনা ও প্রসারণের জন্য কর্মকর্তাদের বিশেষভাবে সক্রিয় থাকার অনুরোধ করেন। এছাড়া ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক ও ক্যামেলকো (ঈঅগখঈঙ) শামীম আহমেদ এবং উপব্যস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারী অসীম কুমার সাহা উক্ত কর্মশালায় বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।