মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন) ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
আব্দুল আউয়াল সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি দাতব্য সংগঠন ’আব্দুর রাজ্জাক এন্ড মোহাম্মদ সেলিম ফাউন্ডেশনের’ সদস্য সচিব। আব্দুল আউয়াল ঢাকা ক্লাবের, ধানমন্ডি ক্লাবের ও গুলশান নর্থ ক্লাবের সদস্য।