× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেয়ারবাজারে দাপট দেখালো ঢাকা ডাইং

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৭:৪৩ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিনদিনই শেয়ারবাজারে উল্লম্ফন হয়েছে। এক সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা বা ৭ দশমিক ৭৪ শতাংশ। আর ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ৫৯০ দশমিক ৮৭ পয়েন্ট বা ১১ দশমিক শূন্য ৮ শতাংশ। এমন উল্লম্ফনের বাজারে সব থেকে দাপট দেখিয়েছে ঢাকা ডাইং।

এতদিন লোকসানে ডুবে যাওয়া এই কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের একাংশের কাছে আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে সাড়ে ২২ কোটি টাকার বেশি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩০ দশমিক ৫৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৮ টাকা ৫০ পয়সা।

শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ২ শতাংশ নগদ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। লোকসানে পতিত হওয়ায় ২০২৩ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ৮৭ কোটি ১৫ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩টি। এর মধ্যে ৩০ দশমিক ১০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৭১ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ২০ শতাংশ শেয়ার আছে।

ঢাকা ডাইংয়ের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল গ্রামীণ ওয়ান : স্কিম টু। সপ্তাহজুড়ে এই মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ। ২৯ দশমিক ৪১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ইসলামী ফাইন্যান্স।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জেনারেশন নেক্সটের ২৯ দশমিক ৪১ শতাংশ, একমি পেস্টিসাইডের ২৯ দশমিক ২২ শতাংশ, মুন্নু সিরামিকের ২৯ দশমিক শূন্য ৭ শতাংশ, অলিম্পিকের ২৯ দশমিক শূন্য ৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২৯ দশমিক শূন্য ৪ শতাংশ, এসিআই’র ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ এবং একমি ল্যাবরেটরিজের ২৯ দশমিক শূন্য ২ শতাংশ দাম বেড়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.